টিকটক বন্ধের নির্দেশনা বাস্তবায়নে জোরালো অবস্থানে মার্কিন বাণিজ্য বিভাগ

২ নভেম্বর, ২০২০ ১০:৫৮  
চীনের মালিকানাধীন সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিষয়ে নির্বাহী আদেশকে ‘জোরালো ভাবে রক্ষা’ করবে যুক্তরাষ্ট্র। রোববার এই প্রত্যয়ের কথাই ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। নির্বাহী আদেশ অনুযায়ী আগামী ১২ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আর সেবা দিতে পারবে না চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক। তবে আদেশ কার্যকর হওয়ার বিষয়টি বন্ধ রাখতে শুক্রবার যুক্তরাষ্ট্রের জেলা জজ ওয়েন্ডি বিটস্টোন রায় দেয়ার পর এই অভিপ্রায় ব্যক্ত করলো দেশটির বাণিজ্য বিভাগ। বাণিজ্য বিভাগ বলছে, তারা “আদেশ মেনে চলবে। কিন্তু নির্বাহী আদেশ বাস্তবায়নে আইনি চ্যালেঞ্জ থেকে সচিবের প্রচেষ্টাকে জোরালোভাবে রক্ষা করতে চায়।” ইতোমধ্যেই টিকটক কন্টেন্ট ডেলিভারি সার্ভিস এবং অন্যান্য প্রযুক্তিগত লেনদেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডাটা হোস্টিং নিষিদ্ধ করতে বিটলস্টোন এজেন্সিকে নির্দেশ দেয়া হয়েছে।